রাবিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফিশারীজ বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুলাই) বেলা ১১টায় বিভাগের গ্যালারীতে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় কৃষি অনুষদ ভবন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এরপর উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ক্যাম্পাসের চামপঁচা পুকুরে মাছের পোনা ছাড়েন।

আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ফৌজিয়া এদিব ফ্লোরা। এছাড়া আরও উপ-উপাচার্যদ্বয় প্রফেসর আনন্দ কুমার সাহা, প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর সালেহা জেসমিন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শর্টলিংকঃ