রাবিতে ১১ হাজার টাকায় কলম কেনা সম্পর্কে ড. সামাদীর বক্তব্য


গত ৬ জানুয়ারি অনলাইন নিউজ পোর্টাল ইউনিভার্সাল২৪নিউজ-এ ‘রাবিতে দুটি কলমের দাম ১১হাজার টাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৎকালীন প্রশাসক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী।

এক প্রতিবাদ তিনি বলেন, `আমি উক্ত প্রকল্পের সাব প্রজেক্ট ম্যানেজার ছিলাম । এতে আমার বিরুদ্ধে যে অভিযােগ আনা হয়েছে , আমি নিশ্চিত , প্রতিবেদক তা প্রমাণ করতে পারবেন না । এই প্রকল্পের সমস্ত খরচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং হেকেপ কর্তৃক অনুমােদিত । বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহনের পরও এই প্রকল্পের অনেক হিসেব অনুমােদন করেছেন ।

এ বিষয়ে দুটি সংবাদ প্রকাশিত হবার পর অর্থায়নকারী সংস্থা হেকেপ একটি তদন্ত করে এই প্রকল্পে কোন রকমের অনিয়ম পায়নি । বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি , নিয়ােগ বাণিজ্যের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে প্রশাসনের একটি ঘৃন্য ষড়যন্ত্র । আপনার সুবিধার্থে হেকেপ – এর তদন্ত রিপোর্টটি সংযুক্ত করছি । এধরনের অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরােধ জানাচ্ছি ।


শর্টলিংকঃ