রাবি গোবিন্দগঞ্জ সমিতির সভাপতি তাহমিদুর, সম্পাদক নাহিদুল


রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন গোবিন্দগঞ্জ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক ড. এ এইচ এম তাহমিদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম।

রোববার (০৪ আগস্ট) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের নব কমিটির সদস্যরা তাদের দায়িত্ব গ্রহণ করেন।  কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রিফাত সরকার (ভিপি), সহ-সভাপতি আবুল বাশার আহমেদ, তারেক আহমেদ জয়, জেমি খাতুন, জান্নাতুল ফেরদৌস শাম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আরমান, আয়েশা সিদ্দিকা শিখন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সনি, আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুর আলম সরকার সামি, সাজ্জাদ, কোষাধ্যক্ষ তারিকুল ইসলাম তারেক, তথ্য ও প্রচার সম্পদক হৃদয় শেখ জয়, দপ্তর সম্পাদক রুদ্র মো. নিশাত, ক্রীড়া সম্পাদক হাসানুজ্জামান তিতুমীর, বিজ্ঞান ও তথ্য সম্পাদক মো. সৌরভ, ছাত্রী সম্পাদক জাফরিন আক্তার শ্রাবণী, সাহিত্য সম্পাদক রকিবুল হাসান রকি ও আপ্যায়ন সম্পাদক রনি সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লতিফ প্রধান। প্রধান আলোচক ছিলেন রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। এ ছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নব কমিটির সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিগত কমিটির সাধারণ সম্পাদক এস এম শাকিল মাহমুদ।


শর্টলিংকঃ