লালনের আখড়াবাড়িতে সাধু-বাউলদের মানববন্ধন


ইউএনভি ডেস্ক:

কুষ্টিয়ায় ছেউড়িয়ায় লালনের আখড়াবাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আখড়াবাড়ির সামনে সচেতন নাগরিক সমাজ কুষ্টিয়ার আয়োজনে এই মানববন্ধনে শতাধিক সাধু বাউল ও ভক্তরা অংশ নেন।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে লালন স্মরণোৎসবে পুরো মাঠের অর্ধেক সাধু বাউলদের জন্য উন্মুক্ত রাখা, তিন দিনের বরাদ্দকৃত লালন মেলা নির্ধারিত সময়ে শেষ করাসহ মেলার নামে মাদকের ছড়াছড়ি রোধ ও লালনের অনুষ্ঠান ব্যবসানির্ভর না করে চেতনাসমৃদ্ধ করার দাবি তোলা হয়।

এতে সচেতন নাগরিক সমাজ কুষ্টিয়ার সভাপতি শ ম লাবলু, কুষ্টিয়ার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সাধু-বাউলরা বক্তব্য রাখেন।বক্তারা দাবি করেন, লালনের তিরোধান দিবসের অনুষ্ঠানকে ঘিরে এখানে আসা সাধুদের কথা চিন্তা না করে ২৯ লাখ টাকায় লালন মেলার ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। এতে করে লালন সাধু বাউল ও ভক্তদের বসার জায়গার অভাবে চরম বিড়ম্বনায় পড়ার আশংকা করেন তারা।

মানববন্ধন শেষে লালন একাডেমির মাঠে বিক্ষোভ মিছিল করেন সাধু-বাউল ও ভক্তরা।উল্লেখ্য আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর শুরু হবে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবসের অনুষ্ঠানমালা।


শর্টলিংকঃ