‘সকল অনাবাদি জমির যথাযথ ব্যবহার করতে হবে’


নিজস্ব প্রতিবেদক, পাবনা:

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, করোনাকালীন দুযোর্গে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা করতে সকল অনাবাদি বা পতিত জমির যথাযথ ব্যবহার করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা।

কৃষকদের সকল সহায়তায় তিনি ব্যক্তিগতভাবে প্রস্তুত আছেন বলেও জানান। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত পাবনা শহরের সিংগা বাইপাসের একটি বাগানে সামাজিক দুরুত্ব রেখে কৃষি কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পাবনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হোসাইনীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগ, পাবনার উপ-পরিচালক আজহার আলী সরকার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, জেলা কৃষক লীগ সভাপতি শহীদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাজহারুল মুন্নু, কৃষক জাহাঙ্গীর আলম, শাহাব উদ্দিন, শাহাদত আলী মুন্সী, বঙ্গবন্ধু সৈনিক পরিষদের সাধরণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগ ভাষণ দেন পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কুন্তলা ঘোষ।


শর্টলিংকঃ