সড়কে পুলিশ সদস্যসহ ৯ জনের প্রাণহানি


রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন স্থানে প্রাণহানি হয়েছে আরও ছয়জনের।

এর মধ্যে টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্র, বগুড়া ও রাজবাড়ীতে দুই নির্মাণ শ্রমিক, গাইবান্ধায় তরুণ, পাবনার সাঁথিয়ায় মোটরসইকেল আরোহী ও মাদারীপুরের টেকেরহাটে নছিমন চালক রয়েছে। এ নিয়ে ২৪৪ দিনে ঝরল ১৯৪৪ প্রাণ। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে মঙ্গলবার বাসচাপায় নিহত ট্রাফিক কনস্টেবল হেমায়েত হোসেনের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার বাবরা গ্রামে। শ্যামপুর ধোলাইপাড় গীত-সঙ্গীত সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় নিহত যুবক শরিফ হোসেনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামে। ধোলাইখালে চেইন রিপেয়ারিংয়ের দোকান আছে তার। ওই এলাকাতেই থাকতেন তিনি। এ ছাড়া শ্যামপুর অটোবি তেল পাম্পের সামনে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত যাত্রী ফুল মিয়ার বাড়ি কুমিল্লার ভাঙ্গুরায়।

গোপালপুর (টাঙ্গাইল) : গোপালপুর উপজেলার সোনামুই এলাকায় সোমবার সন্ধ্যায় অটোরিকশার ধাক্কায় নিহত নীরব হাসান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। নীরব কাউয়ামারা গ্রামের আবুল কাশেমের ছেলে ও সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বগুড়া : ধুনট উপজেলার বাঁনিয়াগাতিতে ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর আলম গোপালনগর ইউনিয়নের বাঁনিয়াগাতি গ্রামের আবু বক্কারের ছেলে।

রাজবাড়ী : রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় মঙ্গলবার ট্রাকের ধাক্কায় নিহত সাইকেল আরোহী রাজমিস্ত্রি মো. গোলাপ খান সদর উপজেলার মাটিপাড়া বেথুলিয়া গ্রামের মো. আজাহারের ছেলে।

গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার পূর্বপাড়ায় সোমবার রাতে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তরুণ নাহিদ মিয়া সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর খানকা শরিফের সামনে মঙ্গলবার বাসের সঙ্গে সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী টুটুল ছাতক গ্রামের বন্দের আলীর ছেলে। আহত হয়েছেন আহম্মাদপুরের শুভ ও একই গ্রামের নবীর। কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি মহাসড়কের দু’পাশে বিভিন্ন স্থানে এলোমেলোভাবে ফেলে রাখায় এ দুর্ঘটনার কারণ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় মঙ্গলবার নছিমন উল্টে নিহত চালক শরিফুল মোল্লা মস্তফাপুরের হাসেম মোল্লার ছেলে। এ সময় আহত হন আরও তিনজন।


শর্টলিংকঃ