হোয়াটসঅ্যাপ চলবে না পুরানো ডিভাইসে


পুরানো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে পুরানো আইওএস ও অ্যান্ড্রয়েড অপারটিং সিস্টেমে চলা ফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। এই সিদ্ধান্ত কার্যকর হলে আইওএস ৭ বা তার আগের সংস্করণগুলোতে এবং অ্যান্ড্রয়েড ২.৩.৭ জিঞ্জারব্রেড বা তার আগের সংস্করণগুলো চলবে না ম্যাসেজিং অ্যাপটি।

তবে পুরানো এই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা চাইলে ফোনে আপডেট দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্তই শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। ৩১ ডিসেম্বরের পর আর কোনো উইন্ডোজ ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ।

পুরানো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী একেবারেই যে নেই তা নয়। এক রিপোর্টে জানা গেছে, এখনও কয়েক লাখ মানুষ ফোনে পুরানো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন।

নিউইয়র্ক ডেইলি ও লাইভমিন্ট অবলম্বনে এজেড/ ডিসেম্বর ১১/২০১৯/১৪১০


শর্টলিংকঃ