১৬৫ বছর বয়সে প্রথম ভোটার!


ইউনিভার্সাল ডেস্ক:

পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত লোক বলে যার নাম জানা যায়, তুরস্কে হালানাগাদ হওয়া ভোটার তালিকাভুক্ত হওয়া এক নারীর, তার চেয়েও বয়স বেশি। রেকর্ড অনুযায়ী, পৃথিবীর জীবিত প্রবীণতম ব্যক্তির বয়স হচ্ছে ১১৬। অথচ, তুরস্কের ওই নারীর বয়স ১৬৫ বছর!

আগামী মার্চ মাসে তুরস্কে স্থানীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে নতুন ভোটার তালিকা।তবে সেই ভোটার তালিকা দেখে অবাক সবাই। কারণ নতুন ভোটার তালিকায় প্রথমবার ভোটার হয়েছেন এমন অনেক ব্যক্তির বয়স ১০০ বছরেরও ওপরে। এমন একজন রয়েছেন যার বয়স ১৬৫ বছর!

বিরোধী দলগুলো বলছে- তারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখেছে যে, একটি বিশেষ অ্যাপার্টমেন্টকে ঠিকানা হিসেবে দেখিয়ে এক হাজারেরও বেশি ভোটার তাদের নাম নিবন্ধন করিয়েছেন। এ ছাড়া একটি ফ্ল্যাটের ঠিকানায় নিবন্ধিত হয়েছে এক হাজার লোক। অনেক ভোটার এমন ভবনকে ঠিকানা হিসেবে দেখিয়েছেন যাতে কেউ থাকেন না, কোনো কোনো ভবন এখনও নির্মাণাধীন।

ইস্তানবুলে একজন ভোটার নিবন্ধিত হয়েছেন, যিনি চারতলা একটি ভবনের পাঁচ তলায় থাকেন বলে দেখানো হয়েছে। সিএইচপি জানায়, একজন ভোটার আছেন, যার নাম দেখা যাচ্ছে আয়েস একিচি। তার জন্ম বলা হয় ১৮৫৪ সালে, যখন তুরস্ক অটোমান সাম্রাজ্যের অংশ ছিল।

বিরোধী দলগুলো এ ভোটার তালিকার ব্যাপারে তদন্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। আইয়ি নামে একটি দলের নেতা হাসান সেইমান সোমবার টুইট করেছেন, বিরোধী দল ভোটার তালিকা নিয়ে অভিযোগ তোলার পর তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেয়ার খবর পেয়েছেন তিনি।

তবে একে পার্টির এক কর্মকর্তা রেচেপ ওজেল বলেছেন, বিরোধী দল এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা করছে, যেন আমরাই এটি করেছি, কিন্তু আসলে আমরাই এর সবচেয়ে বড় শিকার হচ্ছি।#

সূত্র: প্রথম আলো।


শর্টলিংকঃ