পুঠিয়ায় স্বামীর হাতেই খুন হন জামফুরা বেগম


পুঠিয়া প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় স্বামীর হাতেই খুন হন জামফুরা বেগম (৪৫)। এ ঘটনায় ছেলে বাদী হয়ে পিতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

পুঠিয়ায় স্বামীর হাতেই খুন হন জামফুরা বেগম
নিহতের ছেলে লালু মন্ডল বলেন, পারিবারিক কলহের জেরে আমার পিতা ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে মাকে জখম করেন। এতে মায়ের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে আমার বাবা পলাতক রয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, গৃহবধূ জামফুরা বেগম হত্যায় গতকাল বুধবার রাতে ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ওই মামলায় একমাত্র আসামী করা হয়েছে তার পিতা জালাল উদ্দীন মন্ডলকে। বর্তমানে আসামী পলাতক রয়েছে। তাকে আটক করতে মাঠে নেমেছেন পুলিশ।

উল্লেখ্য, বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক কলহের জেরে জামফুরা বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন তার স্বামী জালাল উদ্দীন মন্ডল।

পরে স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।


শর্টলিংকঃ