অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক


ইউএনভি ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষক ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ পড়েছেন। বুধবার দুপুরে কুমিল্লা থেকে ঢাবি ক্যাম্পাসের বাসায় ফেরার পথে তিনি এই ঘটনার শিকার হন। পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ‘অজ্ঞান পার্টির খপ্পরে’ পড়া এই শিক্ষকের নাম মো. সায়েদুল আরেফীন। তিনি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক।

অধ্যাপক সায়েদুল আরেফিন। ছবি- সংগৃহিত।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে কুমিল্লা থেকে বাসযোগে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে নামেন অধ্যাপক আরেফীন৷ এরপর তিনি রিকশাযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে নিজের বাসায় ফিরছিলেন।  সন্ধ্যায় অধ্যাপক সায়েদুল আরেফীনকে দেখতে হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এ এস এম আতীকুর রহমান৷

তিনি বলেন, ‘বাসায় ফেরার পথে দোয়েল চত্বরে রিকশায় অচেতন হয়ে পড়ে যাচ্ছিলেন সায়েদুল আরেফীন। তাঁর ঘড়ি ও মুঠোফোন পকেটে ছিল না। মানিব্যাগে আমার একটা কার্ড ছিল। পথচারীরা সেই নম্বর নিয়ে আমাকে ফোন করেন। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। উনি চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রক্টরিয়াল টিমও হাসপাতালে আছে। বিষয়টি দুঃখজনক।


শর্টলিংকঃ