অ্যামাজনে বিক্রি হবে ওয়ালটনের পণ্য


দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন তাদের কম্পিউটার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে বিক্রি করতে যাচ্ছে। চলতি মাসের শেষ নাগাদই ওয়ালটনের পণ্যগুলোর প্রথম চালান যুক্তরাষ্ট্রে পৌঁছাবে।

এছাড়াও এই সময়ের মধ্যে দেশিও প্রতিষ্ঠানটি নিজেদের কারখানায় র‍্যাম উৎপাদন করছে বলে জানায়। কম্পিউটারের সঙ্গে র‍্যাম রপ্তানি করা হবে বলেও জানায় ওয়ালটন।

অতিথি হয়ে এসে নিজেদের সাম্প্রতিক সব কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

তিনি জানান, দেশে প্রথম র‌্যাম তৈরি করছে ওয়ালটন। উৎপাদিত র‌্যাম ডিসেম্বর মাসেই তাদের তৈরি কম্পিউটারের সঙ্গে প্রথমে বাজারজাত হবে।

আলোচনায় ওয়ালটনের এই কর্মকর্তা এসব বিষয় ছাড়াও কথা বলেন নিজেদের মাদারবোর্ড তৈরি নিয়ে।

‘মেইড ইন বাংলাদেশ’ হিসেবে ওয়ালটনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে। এর বাইরেও আফ্রিকার বেশ কিছু দেশে ওয়ালটন তাদের পণ্য রপ্তানি শুরু করেছে। এর পরিমাণ দিন দিন বাড়বে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি কথা বলেন দেশের দক্ষ কর্মী তৈরির বিষয় নিয়ে। একই সঙ্গে ওয়ালটন অনেক ধরনের দক্ষ কর্মী তৈরি করতেও কাজ করছে।

দেশে আধুনিক সব প্রযুক্তি সম্পন্ন মোবাইল ফোন আনা নিয়েও কথা বলেন তিনি। সূত্র: টেকশহর ডট কম


শর্টলিংকঃ