এক দিনের সফরে রাজশাহীতে আইন মন্ত্রী


নিজস্ব প্রতিনিধি :

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন ভবনের ভিত্তিপ্রস্ত উদ্ধোধন করেছেন আইন মন্ত্রী আনিসুল হক। রবিবার পূর্বনির্ধারিত অনুষ্ঠান অনুযায়ী রাজশাহী কোর্ট এলাকায় দুপুরে তিনি এই ভবনটির ভিত্তিপ্রস্ত উদ্বোধন করেন। একদিনের সংক্ষিপ্ত সফরে আইনজীবি ও বিচারবিভাগীয় কর্মকর্তাদের সাথে মন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল কাদেরসহ রাজশাহী বারের উল্লেখযোগ্য সংখ্যক উকিলবৃন্দ।

এর আগে আইন মন্ত্রী আনিসুল হক এক দিনের সফরে সকালে বিমান যোগে রাজশাহী শাহমখুদম বিমান বন্দরে এসে পৌছালে বিমানবন্দরে তাকে স্থনীয় জনপ্রতিনিধি ও রাজশাহী জেলা প্রশসনের পক্ষ থেকে অর্ভর্থনা জানান হয়।

মন্ত্রীসফর সূচি অনুসারে রবিবার দুপুরে রাজশাহী জলো আইনজীবী সমতিরি ভবন (বার ভবন) উদ্বোধন করারপর কোট এলাকায় আয়োজতি আলোচনা সভায় প্রধান অতথি হসিেেব বক্তব্য দবেনে। এর পর বকিলে তনিটায় মন্ত্রী বচিার বভিাগীয় র্কমর্কতাদরে সাথে মতবনিমিয় সভায় প্রধান অতথি হসিেেব উপস্থতি থাকবনে। অনুষ্ঠান শেেষ মন্ত্রীর ঢাকার ফিরে যাবার কথা রয়েছে।


শর্টলিংকঃ