জেএসসি’র খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলো ১৪০ শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

ফাইল ছবি।

 

রাজশাহী শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদনে ৩১৭ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছে ৪২ শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন পরীক্ষার্থী।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, গত ৬ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকে ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে আবেদন জমা পড়ে ৭ হাজার ৯ শো ৪৩টি। এর মধ্যে ৩১৭ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

গত ৬ ডিসেম্বর জেএসসির ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পায় ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ২২১ জন।

প্রতিনিধি/আ.


শর্টলিংকঃ