দুই ভাষাসৈনিককে সংবর্ধনা দিলো রাসিক


নিজস্ব প্রতিবেদক : 

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে মহান ভাষা আন্দোলনে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ভাষা সৈনিক আবুল হোসেন ও ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জীকে সংবর্ধনা প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। 

  ভাষাসৈনিক আবুল হোসেন ও মোশাররফ হোসেন আখুঞ্জিকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন মেয়র লিটন

বৃহস্পতিবার বিকেলে নগরভবন এ উপলক্ষে নগরভবনে বঙ্গবন্ধু কর্ণার চত্ত্বরে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদের সংবর্ধিত করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু। পরে মেয়র ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।

প্রতিযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত এসবিকে এন্ড প্রি-স্কুলের শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রজব আলী। বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মেদ মামুন।


শর্টলিংকঃ