‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না’


মোহনপুর প্রতিনিধি:

রাজশাহী-৫৪,পবা-মোহনপুর-৩ আসনের এমপি আয়েন উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে সার্বভৌম বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্র তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয়ে বিদেশের দূতাবাসে জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর এই ঋণ কোনো দিন শোধ করার মতো নয়। নৌকা আপনাদের স্বাধীনতা এনে দিয়েছে। তাই আপনারা নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করেছেন। 

স্বাধীনতা বিরোধী পরাজিত অপশক্তি এখনও দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নৌকা আপনাদের  স্বাধীনতা এনে দিয়েছে। তাই আপনারা নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করেছেন। স্বাধীনতা বিরোধী পরাজিত অপশক্তি এখনও দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

রাজশাহীর মোহনপুর গার্লস ডিগ্রী কলেজ সরকারিকরণ প্রক্রিয়া করায় মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃতজ্ঞতা জানিয়ে তাঁর পক্ষে মোহনপুর গার্লস ডিগ্রী কলেজ মাঠে পবা-মোহনপুর-৩ নির্বাচনী আসনের নির্বাচিত এমপি আয়েন উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার বেলা ১২ টায় মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করে।

অধ্যক্ষ আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আব্দুল জব্বার সরকারের সঞ্চালনায়। সংবর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আরো বলেন, সারাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যত উন্নয়ন হয়েছে, উন্নয়ন সবার সামনে আজ দৃশ্যমান। বঙ্গবন্ধুর পথ পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই সময়ে যুদ্ধাপরাধীদের বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন খাতের উন্নয়ন দেশের ভেতর-বাইরে প্রশংসিত হয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও প্রশংসিত। ।বিশ্লেষকরা মনে করেন এ সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা ও সাহসী নেতৃত্বের কারনে।

বিশেষ অতিথির ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল,সানজীদা রহমান রিক্তা সিনিয়র সহ-সভাপতি গভনিং বডি সভাপতি দিলীপ কুমার সরকার তপন, যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম মুরাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আমজাদ হোসেন, এনামুল হক, সাবেক চেয়ারম্যান এমান উদ্দিন মোল্লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলী, সহ শিক্ষক,অভিভাবক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।
রিপন আলী


শর্টলিংকঃ