বাগমারায় আলোকিত হলো ৭৫ পরিবার


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের ৭৫টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৬ মে) সন্ধ্যায় ইউনিয়নের মধুপুর গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন জেলা আ’লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

আ’লীগ নেতা আলহাজ্ব নাজিমুদ্দীনের সভাপতিত্বে এবং মাস্টার আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাগমারা জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক আসাফ উদ-দোলা, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আ’লীগের সভাপতি বীরেন্দ্রনাথ, আ’লীগ নেতা আশরাফুল ইসলাম ভুট্টু, আব্দুর রহিম প্রমুখ।

এছাড়াও, ইউনিয়ন আ’লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সূধীজন উপস্থিত ছিলেন।

বাগমারা জোনাল অফিস সূত্রে জানা গেছে, মধুপুর গ্রামের ৭৫ টি বাড়িতে বিদ্যুৎ লাইন নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।


শর্টলিংকঃ