রাবিতে গাঁজাসহ দোকানী ধরে পুলিশে দিলেন প্রক্টর


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গঁজাসহ এক দোকানীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার (০১ মে) সন্ধ্যার দিকে মাদার বখ্শ হলের সামনের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত পারভেজ আলী মেহেরচন্ডী এলাকার নূর উদ্দীনের ছেলে।

রাবির লোগো ও প্রধান ফটক

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে বিশ্বদ্যিালয়ের প্রক্টর ও পুলিশ তার দোকানে অভিযান চালায়।

তাদের উপস্থিতি টের পেয়ে পারভেজ পালিয়ে যান। পরে তার দোকানে প্রক্টর ও পুলিশ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।

এ সময় পারভেজের বাবাকে আটক করে দ্রুত ছেলেকে দোকানে আসতে বলার জন্য নির্দেশ দেন। পরে পারভেজ দোকানে আসলে প্রক্টর তাকে পুলিশের হাতে তুলে দেন।

প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ক্যাম্পাসে সকল প্রকার মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক ক্যাম্পেইন সব সময় অব্যাহত থাকবে। কেউ যদি এসব বিষয়ে আমাদেরকে অবগত করে তাহলে সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করব।

তবে মতিহার থানায় এখনও আটককৃতকে আনা হয়নি বলে জানান দায়িত্বরত কর্মকর্তা এসআই আল মামুন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে এ সংক্রান্ত বিষয়ে এখনও কাউকে আটক করে থানায় আনা হয়নি।’


শর্টলিংকঃ