হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু টাইগারদের


ক্রীড়া ডেস্ক :

হার দিয়েই শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ২ উইকেটে। প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড বোর্ড একাদশ। নেপিয়ারে বার্ট সার্টক্লিফে ওভালের এই ম্যাচে বাংলাদেশ ২৪৭ রানে গুটিয়ে যায়। জবাবে নিউজিল্যান্ড বোর্ড একাদশ ১১ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নেয়।

ব্যাটিংয়ে সফল ছিলেন মুশফিক-মাহমুদুল্লাহ।

প্রস্তুতি ম্যাচের ফলকে তেমন হিসেবের মধ্যে আনা হয় না। যা আনা হয় তার নাম প্রক্রিয়া। অর্থাৎ দলের ব্যাটিং-বোলিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা, সেটা জেনে নিতেই মুলত প্রস্তুতি ম্যাচের আয়োজন।

তো সেই প্রক্রিয়া অনুযায়ী প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের যা কিছু করার সেটা করলেন শুধু দলের তিন সিনিয়র সদস্য-মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমান। প্রথম দুজন করলেন যথাক্রমে ৬২ ও ৭২ রানের হাফসেঞ্চুরি। সাব্বির রহমান ৬ বাউন্ডারিতে ৪১ বলে ৪০ রান করায় দলের সঞ্চয় গিয়ে পৌছালো ২৪৭ রানে। ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশের মোটেও ভাল হয়নি। শুরুর তিন ব্যাটসম্যান লিটন দাস, মমিনুল হক ও সৌম্য সরকারের সম্মিলিত সঞ্চয় ১০ রান! ভেঙ্গেচুরে পড়া ইনিংসকে মেরামতের কাজটুকু করেন মিডলঅর্ডারে মুশফিক, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান।

৮ বাউন্ডারিতে ৬১ বলে ৬২ রান করেন মুশফিক। নিউজিল্যান্ড মাহমুদউল্লাহ রিয়াদের জন্য সবসময় ‘হ্যাপি হান্টিং গ্রাউন্ড’! এবারের সফরটাও দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস তার ব্যাটেই। ৮৮ বলে করলেন ৭২ রান। যেখানে বাউন্ডারি ১০টি।

কোটার পুরো ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৪৬.১ ওভারে ২৪৭ রানে শেষ দলের ইনিংস। অতিরিক্ত রানের খাত থেকে বাংলাদেশ পায় ২২ রান।

দুই ওপেনার রাভাল ও ফ্লেচারের হাফসেঞ্চুরিতে নিউজিল্যান্ড বোর্ড একাদশ সহজ জয়ের পথেই ছিলো। কিন্তু এই দুজন হাফসেঞ্চুরির পর আউট হতেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড বোর্ড একাদশের ইনিংস। মিডলঅর্ডারে অ্যালান প্রতিরোধ গড়লেও মাহমুদউল্লাহ রিয়াদ এই প্রস্তুতি ম্যাচে বল হাতেও সাফল্য দেখান। মুস্তাফিজুর রহমান ও এই ম্যাচের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের বোলিংয়ে শেষের দিকে নিউজিল্যান্ডের ইনিংস আরেকবার নড়বড়ে হয়ে যায়।

কিন্তু ততক্ষনে জয় লক্ষ্যের খুব কাছে পৌছে গেছে নিউজিল্যান্ড বোর্ড একাদশ। স্কোরবোর্ডে আরোকিছু রান জমা থাকলে এই ম্যাচ থেকে জয় নিয়ে ফিরতে পারতো বাংলাদেশ দলই! ওয়ানডে সিরিজের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দুঃখ ওটাই!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ১৩ ফেব্রæয়ারি নেপিয়ারে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

প্রস্তুতি ম্যাচের স্কোর:

বাংলাদেশ: ২৪৭/১০ (৪৬.১ ওভারে, লিটন ৩, মুমিনুল ৬, সৌম্য ১, মুশফিক ৬২, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৭২, সাব্বির ৪০, মিরাজ ৭, নাঈম ১৭, শফিউল ৪, মুস্তাফিজুর ১২, অতিরিক্ত ২২, ম্যাকপিকে ৪/৩৮, হ্যাজেলডাইন ২/৪৬, রবিন্দ্র ২/৩৪)। 

নিউজিল্যান্ড বোর্ড একাদশ: ২৫১/৮ (৪৮.১ ওভারে রাভাল ৫২, ফ্লেচার ৯২, অ্যালেন ৩০, মুস্তাফিজ ২/৩৩, মিরাজ ২/৪৬, মাহমুদউল্লাহ ২/৩৭)। ফল: নিউজিল্যান্ড বোর্ড একাদশ ২ উইকেটে জয়ী।


শর্টলিংকঃ